কক্সবাজারে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু


Coxsbazarreport.com প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ৪:৫৬ পূর্বাহ্ন /
কক্সবাজারে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু

তারেকুর রহমান :

‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’—এই শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ।

জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাঈন উদ্দিন মিলকির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিসিবির এক্সিকিউটিভ অফিসার (জিডি) কামরুল হাসান, ক্রীড়া সংগঠক সরোয়ার রোম্মন, ছাত্র প্রতিনিধি রিদুয়ানুল হকসহ সংশ্লিষ্টরা।

ঢাকা সাউথ ও ঢাকা মেট্রোর লড়াইয়ের মধ্য দিয়ে উদ্বোধনী ম্যাচ শুরু হয়। ১০ দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের ১০টি ডিভিশন টিম অংশ নিচ্ছে, যার পাঁচটি ম্যাচ কক্সবাজারে এবং পাঁচটি খুলনায় অনুষ্ঠিত হবে।

এদিকে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনের পরে একইদিন শহরের ইনডোর স্টেডিয়ামে ইয়োগা প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়। কক্সবাজার জেলা ইয়োগা এসোসিয়েশন আয়োজিত এই কর্মসূচির সহযোগিতায় ছিল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, কক্সবাজার।

//