বাংলাদেশ নারী ফুটবল দল বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু


Coxsbazarreport.com প্রকাশের সময় : জুন ৩০, ২০২৫, ৫:৪৬ পূর্বাহ্ন /
বাংলাদেশ নারী ফুটবল দল বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু

কক্সবাজার রিপোর্ট ডেস্কঃ

এশিয়ান কাপ বাছাই পর্বে সাফল্যের মুখে লাল-সবুজরা

মিয়ানমারের ইয়াঙ্গুনে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল দল বাহরাইনের বিরুদ্ধে ৭-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে। অচেনা প্রতিপক্ষ ও ভিন্ন পরিবেশের মধ্যেও দলের খেলোয়াড়রা চাপ সামলিয়ে আত্মবিশ্বাসী ফুটবল উপহার দিয়েছে।

ম্যাচের দশম মিনিটে শামসুন্নাহার জুনিয়র প্রথম গোলটি করেন, যিনি অফসাইড ফাঁদ ভেঙে বাম পায়ের চিপ শটে বাহরাইনের গোলরক্ষককে পরাস্ত করেন। পাঁচ মিনিট পর আবারও শামসুন্নাহার একটি দুর্দান্ত কোনাকুনি শটে দ্বিতীয় গোলটি করেন।

প্রথমার্ধের শেষের দিকে কর্নার থেকে কোহাতি কিসকুর শট জালে জড়ালে ব্যবধান বেড়ে হয় ৩-০। অতিরিক্ত সময়ে তহুরা খাতুন তিন মিনিটে দুটি গোল করে স্কোরকে ৫-০ নিয়ে যান।

বিরতির পরও আক্রমণ অব্যাহত রেখে বাহরাইনের রাওয়ান আলালির আত্মঘাতী গোলে লিড ৬-০ হয়। ৭৪তম মিনিটে বদলি হিসেবে নামা মুনকি আক্তার শেষ গোলটি করেন।

বাংলাদেশ ‘সি’ গ্রুপে অবস্থান করছে। এই গ্রুপের অন্য ম্যাচে মিয়ানমার ৮-০ গোলে তুর্কমেনিস্তানকে হারিয়েছে। আগামী ২ জুলাই বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার ম্যাচে এশিয়ান কাপের টিকিটের ব্যাপারে সিদ্ধান্ত হবে।