গাজায় নিহতের সংখ্যা ১ লাখ ছুঁইছুঁই, বিপর্যস্ত মানবিক অবস্থা


Coxsbazarreport.com প্রকাশের সময় : জুন ৩০, ২০২৫, ৬:০০ পূর্বাহ্ন /
গাজায় নিহতের সংখ্যা ১ লাখ ছুঁইছুঁই, বিপর্যস্ত মানবিক অবস্থা

কক্সবাজার রিপোর্ট ডেস্কঃ

ইসরায়েলের সামরিক অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিচ্ছে। গতকাল রোববার গাজাজুড়ে চালানো বিমান হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন। গাজার চিকিৎসাসেবা–সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আল–জাজিরা।

শুধু গাজা সিটি ও উত্তরাঞ্চলেই নিহত হয়েছেন অন্তত ৪৭ জন। গাজা থেকে আল–জাজিরার সাংবাদিক মোয়াথ আল–কাহলৌত জানান, স্থানীয় আল–আহলি হাসপাতালের অবস্থা “বিপর্যয়কর”। লাশ ও আহতদের ভিড়ে হাসপাতাল পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এদিকে, হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি, যাঁদের বেশিরভাগই নারী ও শিশু।

তবে গত শুক্রবার ইসরায়েলের প্রভাবশালী সংবাদপত্র হারেৎজ এক গবেষণার বরাতে দাবি করেছে, ইসরায়েলি অভিযানে গাজায় এখন পর্যন্ত প্রায় ১ লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা উপত্যকার মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, সংঘাত যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান এলেও, কার্যকর কোনো সমাধান এখনো আসেনি।

গাজা এখন এক ভয়াবহ মানবিক সংকটে। খাদ্য, পানি, ওষুধ ও আশ্রয়ের তীব্র ঘাটতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ।