বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন শহর কক্সবাজারের বিমানবন্দর আগামী জুলাই মাস থেকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে। এর ফলে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে যুক্ত হচ্ছে কক্সবাজার।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ফ্লাইট ছাড়াও কার্গো ফ্লাইট চালুর লক্ষ্যে রানওয়ে সম্প্রসারণ, টার্মিনাল উন্নয়ন এবং নিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন কাজ প্রায় সম্পন্ন হয়েছে। উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
পর্যটননির্ভর এই শহরের অর্থনীতিতে এই বিমানবন্দর নতুন গতি আনবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী ও হোটেল-মোটেল মালিকরা। তাদের আশা, বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে এবং বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
২৬ জুন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া নতুন টার্মিনাল ভবন পরিদর্শন করেন এবং অবকাঠামো উন্নয়নের অগ্রগতি সন্তোষজনক বলে মন্তব্য করেন।
আপনার মতামত লিখুন :