নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার


Coxsbazarreport.com প্রকাশের সময় : জুন ৩০, ২০২৫, ৬:২১ পূর্বাহ্ন /
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজার রিপোর্ট ডেস্কঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ১১ বিজিবির অধীনে লেম্বুছড়ি বিওপির একটি বিশেষ টহল দল ৯ হাজার ৬২০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৫০-২-এস থেকে ১৫০ গজ এবং আন্তর্জাতিক শূন্যরেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাটাপাহাড় এলাকায় অভিযানটি পরিচালিত হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলে, টহল দল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করে।

১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. কে. এম. কফিল উদ্দিন কায়েস বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। মাদক চোরাচালান কঠোরভাবে দমন করা হবে।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো ধ্বংসের জন্য যথাযথ নীতিমালার আওতায় ব্যাটালিয়ন সদরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে স্থানীয় সচেতন মহল বিজিবির এই সফল অভিযানকে স্বাগত জানিয়েছে এবং সীমান্ত এলাকায় আরও কড়া নজরদারির আহ্বান জানিয়েছেন।