চকলেটের লোভে শিশুকে যৌন নিপীড়ন, খালিয়াজুরিতে দোকানি গ্রেপ্তার


Coxsbazarreport.com প্রকাশের সময় : জুলাই ১, ২০২৫, ৫:২৭ পূর্বাহ্ন /
চকলেটের লোভে শিশুকে যৌন নিপীড়ন, খালিয়াজুরিতে দোকানি গ্রেপ্তার

কক্সবাজার রিপোর্ট ডেস্কঃ

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে যৌন নিপীড়নের অভিযোগে জাফর আলী (৫৬) নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার একটি গ্রামে।

খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় আনে। শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শিশুটি জাফর আলীর দোকানে চিপস কিনতে যায়। দোকানটি তার বাড়ির সামনের অংশে। এ সময় জাফর আলী শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে দোকানের পেছনের কক্ষে নিয়ে যান।
শিশুটি দেরি করায় তার মা দোকানে গিয়ে ডাকতে থাকেন। একপর্যায়ে কান্নার শব্দ শুনে লোকজন জড়ো হন এবং ঘরের দরজা বন্ধ অবস্থায় পেয়ে শিশুটিকে উদ্ধার করেন।

এ সময় জাফর আলী ও তার পরিবারের লোকজন ভুক্তভোগী পরিবারকে হুমকি দিতে থাকে এবং মামলা না করার জন্য চাপ প্রয়োগ করে বলে অভিযোগ রয়েছে।

শিশুটির বাবা জানান, ‘আমার মেয়ের সঙ্গে যে অপরাধ হয়েছে, তার বিচার চাই। কিন্তু অভিযুক্ত আমাদের ভয়ভীতি দেখাচ্ছে।’

স্থানীয়রা অভিযোগ করেছেন, জাফর আলী দীর্ঘদিন ধরে কোনো ড্রাগ লাইসেন্স ছাড়াই মুদি দোকানে ওষুধ ও বিষ বিক্রি করতেন। বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।