জাপানকে ৩৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের


Coxsbazarreport.com প্রকাশের সময় : জুলাই ২, ২০২৫, ৬:১৬ পূর্বাহ্ন /
জাপানকে ৩৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক কক্সবাজার রিপোর্টঃ

আগামী সপ্তাহের নির্ধারিত সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে বাণিজ্যচুক্তি না হলে, জাপানের ওপর ৩০ থেকে ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প বলেন,

“আমরা জাপানের সঙ্গে লেনদেন করেছি। আমি নিশ্চিত নই যে কোনো চুক্তি হবে। আমার সন্দেহ আছে।”

এর আগে ২ এপ্রিল, তথাকথিত “লিবারেশন ডে”-তে ট্রাম্প জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করেন। পরে তা ৯০ দিনের জন্য ১০ শতাংশে নামিয়ে আনা হয়, যাতে আলোচনা চালানো যায়। এই মেয়াদ ৯ জুলাই শেষ হচ্ছে এবং ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়েছেন, তিনি সময়সীমা বাড়াতে রাজি নন।

জাপানের প্রতিক্রিয়া

জাপান সরকার সরাসরি এই হুমকির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
দেশটির ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাজুহিকো আওকি বলেন,

“আমরা প্রেসিডেন্ট ট্রাম্প কী বলেছেন তা জানি, তবে মার্কিন কর্তৃপক্ষের প্রতিটি মন্তব্যে আমরা মন্তব্য করি না।”

বিদ্যমান শুল্ক পরিস্থিতি

জাপানি যানবাহন ও যন্ত্রাংশের ওপর বর্তমানে ২৫% শুল্ক আরোপিত রয়েছে।
ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর রয়েছে ৫০% শুল্ক।
এছাড়া অধিকাংশ পণ্যের ওপর রয়েছে ১০% আমদানি কর।

জাপানের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি বলেন,

“ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে আমরা কোনো এমন শর্ত মানব না, যা আমাদের কৃষকদের ক্ষতিগ্রস্ত করে।”