কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম জাহাজপুরাঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা উদ্ধার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক।
তিনি জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১ এর একটি দল টেকনাফ ক্যাম্প থেকে অভিযান চালায়।
অভিযানে দেখা যায়, একদল মাদক কারবারি নৌকায় করে ইয়াবা পাচারের প্রস্তুতি নিচ্ছে। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও একটি নৌকা জব্দ করা হয়।
এ ঘটনায় অজ্ঞাতনামা মাঝিসহ ৪-৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :