ক্লাব বিশ্বকাপে এশিয়ার সূর্যোদয়, ম্যান সিটিকে ছিটকে দিল আল হিলাল


Coxsbazarreport.com প্রকাশের সময় : জুলাই ১, ২০২৫, ৬:৩১ পূর্বাহ্ন /
ক্লাব বিশ্বকাপে এশিয়ার সূর্যোদয়, ম্যান সিটিকে ছিটকে দিল আল হিলাল

কক্সবাজার রিপোর্ট ডেস্কঃ

সোমবার রাতে ক্লাব বিশ্বকাপে ঘটে গেল দুটি বড় অঘটন। গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি বিদায় নিল সৌদি আরবের ক্লাব আল হিলালের কাছে রুদ্ধশ্বাস লড়াইয়ে পরাজয়ের মাধ্যমে। অন্যদিকে, ব্রাজিলের অনামী ক্লাব ফ্লুমিনিজের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ইন্টার মিলানকে।

ম্যান সিটি ম্যাচে শুরুতেই এগিয়ে যায় তারকা বের্নার্ডো সিলভার গোলে মাত্র ৯ মিনিটে। তবে প্রথমার্ধের শেষের আগে সমতা ফিরিয়ে আনে মার্কোস লিওনার্দো। দ্বিতীয়ার্ধে আল হিলালের ম্যালকম ৫২ মিনিটে এগিয়ে দেন। তিন মিনিটের মধ্যেই আর্লিং হালান্ড সমতা ফিরিয়ে আনলেও ম্যাচে নির্ধারণ হয়নি।

এক্সট্রা টাইমে ৯৪ মিনিটে আল হিলালের ডিফেন্ডার কুলিবেলি গোল করে এগিয়ে দেন দলকে। এরপর মাঠে নামা সিটির ফিল ফোডেন ৯৮ মিনিটে গোল করেও দলের হার রোধ করতে পারেননি। ১১২ মিনিটে লিওনার্দো দ্বিতীয় গোল করে ম্যাচের ফলাফল নিশ্চিত করেন। ফলাফল: আল হিলাল ৪-৩ ম্যান সিটি।

অপর ম্যাচে, ফ্লুমিনিজ ইন্টার মিলানকে কোনোরকম সুযোগ না দিয়ে ২-০ গোলের বড় জয় পায়। ম্যাচের প্রথম গোল আসে মাত্র ৩ মিনিটে কানোর থেকে, আর শেষ মুহূর্তে ৯৩ মিনিটে দ্বিতীয় গোল করে ফ্লুমিনিজ। ইন্টার মিলান গোলশূন্য থেকে বিদায় নিল।

এই অঘটনগুলো ক্লাব বিশ্বকাপের গতানুগতিক চিত্র বদলে দিয়েছে এবং এশিয়ার ফুটবলের জন্য এক বড় অর্জন হিসেবে ধরা হচ্ছে।