কক্সবাজার রিপোর্ট :
কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মাতৃদৃগ্ধ সপ্তাহ পালিত হয়েছে।
‘সকল বাধা দূর করে মাতৃদুগ্ধ পান নিশ্চিত কর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় কর্মচসূচীর সূচনা হয়।
প্রথমে বিশ্ব মাতৃদৃগ্ধ সপ্তাহ উপলক্ষে এক র্যালী করে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। পরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এক আলোচনা সভা কক্সবাজার জেলা ইপিআই স্টোর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার। এ সময় সিভিল সার্জন বলেন, শিশু জন্মের এক ঘন্টার মধ্যে শাল দূধ খাওয়ালে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া ভবিষ্যতে শিশুকে অনেক প্রকার রোগ থেকে দূরে রাখে। মূলত সামাজিক কিছু কুসংস্কার এবং অসচেতনতার ফলে অনেক শিশুকে এই শালদূধ থেকে বঞ্চিত করা হয়। যার ফলে পরবর্তীতে সেই শিশু এবং তার পরিবার অনেক আর্থিক এবং শারিরিক ঝুকির মধ্যে পড়ে। মায়ের দুধ শিশুর জন্য যেমন উপকারী, মায়ের জন্যও উপকারী। তাছাড়া মা শিশুকে বুকের দুধ খাওয়ালে মায়ের স্তন ক্যানসার এর ঝুঁকি কমে যাবে।
বক্তারা বলেন, মায়ের দুধ মহান আল্লাহর দান। এর বিকল্প বা পরিপূরক কোন কিছুই নেই। শাল দুধ একটি শিশুর জন্য প্রথম টিকা যা তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। নব জাতককে পুরোপুরি ৬ মাস মায়ের দুধ খাওয়ানোর উপর জোর দেন। ৬ মাসের পর থেকে অন্যান্য পারিবারিক খাবারে অভ্যস্ত করার পরামর্শ দেন।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল। ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার নিউট্রিশন ইন্টারন্যাশনাল ইফতিয়া জেরিন,কক্সবাজার নার্সিং ও মিডওয়াফারি কলেজের ইনচার্জ করুনা ব্যাপারী, কক্সবাজার সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার উচাপ্রু মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইমরুল কায়েস।
পরিশেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীাদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা।
//টিআর
আপনার মতামত লিখুন :