গাজায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাবে ‘প্রয়োজনীয় শর্তে’ রাজি হয়েছে ইসরায়েল—এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্পেশাল-এ এক পোস্টে বলেন, “আমরা যুদ্ধের অবসান ঘটাতে সব পক্ষের সঙ্গে কাজ করব।”
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবিত এই চুক্তি হামাস মেনে নেবে বলেই আশা করছেন তিনি। তবে চুক্তির শর্তাবলি বিস্তারিতভাবে প্রকাশ করেননি ট্রাম্প।
ইসরায়েল-হামাস যুদ্ধপটভূমি
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় আনুমানিক ১,২০০ ইসরায়েলি নিহত হওয়ার পর থেকেই গাজায় ইসরায়েলি সেনা অভিযান চলছে। এই যুদ্ধে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৫৬,৬৪৭ জন নিহত হয়েছে।
এক বছর আগে হওয়া যুদ্ধবিরতির প্রথম দফা ভেঙে গত মার্চে ইসরায়েল নতুন করে হামলা শুরু করে।
সম্ভাব্য নতুন যুদ্ধবিরতির ধাপ
আগের যুদ্ধবিরতির তিনটি ধাপ ছিল:
১.জিম্মি ও বন্দি বিনিময়
২.স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা প্রত্যাহার
৩.মৃতদের দেহাবশেষ ফেরত ও গাজার পুনর্গঠন
এবার ট্রাম্পের ঘোষণায় জোর দেওয়া হয়েছে নতুন চুক্তির সম্ভাবনার উপর, যা আগামী সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে আলোচনায় এসেছে।
গাজার মানবিক পরিস্থিতি ও বিতর্ক
গাজার উত্তর অংশে সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে ইসরায়েল বাসিন্দাদের সরিয়ে নিতে বলেছে।
একই সময়ে জিএইচএফ (GHF) নামে বিতর্কিত ত্রাণ সংস্থার কার্যক্রমে ইসরায়েলের ভূমিকা নিয়ে ১৭০টি এনজিওর প্রতিবাদ ও ইসরায়েলি বাহিনীর গুলির অভিযোগে উত্তেজনা বাড়ছে।
আপনার মতামত লিখুন :