ট্যুরিজম এন্ড হসপিটালিটি’র উপর ৩’শ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ


Coxsbazarreport.com প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৪, ২:৫০ অপরাহ্ন /
ট্যুরিজম এন্ড হসপিটালিটি’র উপর ৩’শ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ

কক্সবাজার রিপোট :

পর্যটন নগরী কক্সবাজারে পর্যটন খাতে উন্নয়নের লক্ষে ট্যুরিজমের উপর ৩’শ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার সকালে শহরের জারা কনভেনশন সেন্টারের হল রুমে এআইটি কর্ত্ক বাস্তবায়নাধীন সাপোর্টিং স্কিলস ডেভেলপমেন্ট ফর দ্যা ট্যুরিজম এন্ড হসপিটালিটি প্রকল্পের সাতটি ট্রেডের আওতায় মোট ২৪ ব্যাচ ট্রেনিংয়ের ১ম ১২ ব্যাচে মোট ৩’শ তরুণ-তরুণীকে ৩ মাস ব্যাপী প্রশিক্ষনের উদ্দেশ্যে এক আনুষ্ঠানিক ওরিয়েন্টেশন প্রোগামের আয়োজন করা হয়।
দিনব্যাপি এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, কক্সবাজার সিটি কলেজের ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের বিভাগীর প্রধান প্রফেসর মাইনুল হাসান পলাশ, স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের টিম লিডার মার্কোস এ্যাহম্যান , এআইটি চেয়ারম্যান নাজমুল করিম ফারুক ও প্রশিক্ষনার্থী বৃন্দ ।
সভায় বক্তারা বলেন যে, পর্যটন শিল্পের আগামী দিনের অপার সম্ভাবনাকে এগিয়ে নিতে এ শিল্পের সাথে সম্পৃক্ত বিভিন্ন টেড্রের ষ্টাফদের দক্ষতার মানোন্নয়নে এআইটির এ উদ্যেগ অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী একটি পদক্ষেপ। আগামী বছরগুলোতে বিভিন্ন তারকা মানের হোটেল কক্সবাজারের নির্মান হতে যাচ্ছে। বর্তমান ও ভবিষৎ দক্ষ কর্মীর চাহিদা মেটাতে এআইটির এ ধরনের কার্যক্রম আরো সম্প্রসারিত করতে পারলে এ শিল্পের মান উন্নয়ন এবং পযটন বান্ধব সেবার মাধ্যমে ট্যুরিষ্টদের বিশেষ করে বিদেশী ট্যুরিষ্টদের আরো আকৃষ্ট করা সম্ভব, যা কক্সবাজারের স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।
প্রকল্পটির অর্থায়ন করেছে বাংলাদেশ ও সুইজারল্যান্ড গভর্নমেন্ট, এবং কো-ইম্লিমেন্টশনে রয়েছে সুইসকন্টাক্ট ও এলজিডি।

হিরু/টিআর