কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১


Coxsbazarreport.com প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৫, ১:২৩ অপরাহ্ন /
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

কক্সবাজার রিপোর্ট :

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে মোহাম্মদ সাহাবউদ্দিন জীবন (৩০) নামে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ সাহাবউদ্দিন জীবন কক্সবাজারের স্থানীয় পত্রিকা দৈনিক গণসংযোগ-এর বিজ্ঞাপন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

ওসি মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, উখিয়ামুখী একটি সিএনজি এবং কক্সবাজারমুখী একটি বেসরকারি প্রতিষ্ঠানের ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ আরাকান সড়কের একই উপজেলার কুতুপালং বাজারে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী লিকু মানকিন (৩২) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এবং ২ জানুয়ারি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

//টিআর