ময়মনসিংহের গফরগাঁও ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মাঝামাঝি ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুশিক্ষার্থীর মরদেহ ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকাল সাতটার দিকে পাগলা টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করেন তাদের স্বজনেরা। নিহতরা হলেন: আবির (৭) ও জুবায়েদ (৬)। তারা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় মাদ্রাসার ছাত্র।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
গতকাল মঙ্গলবার সকালে ৯ শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে মাদ্রাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে পৌঁছালে হঠাৎ স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়। ৬ জন সাঁতরে তীরে উঠলেও ৩ জন নিখোঁজ ছিল।
এর মধ্যে নবম শ্রেণির শিক্ষার্থী শাপলা আক্তারের (১৪) মরদেহ সেদিনই উদ্ধার করা হয়। আজ উদ্ধার করা হয়েছে বাকি দুই শিশুকে।
পুলিশের বক্তব্য
গফরগাঁওয়ের পাগলা থানার ওসি ফেরদৌস আলম জানান, “দুই শিশুর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
আপনার মতামত লিখুন :