সাগর উত্তাল, ইলিশ ধরা বন্ধ: কক্সবাজারে লাখো জেলে বেকার


Coxsbazarreport.com প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৫, ৪:৫০ পূর্বাহ্ন /
সাগর উত্তাল, ইলিশ ধরা বন্ধ: কক্সবাজারে লাখো জেলে বেকার

কক্সবাজার রিপোর্ট ডেস্কঃ

‘সাগরত ইলিশ ধরিত ন পারির, চোখেমুখে অন্ধহার দেহির’—জেলেদের এমন হাহাকার এখন কক্সবাজার উপকূলজুড়ে। বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকায় ইলিশ ধরতে সাগরে নামতে পারছে না কয়েক হাজার ট্রলার। ফলে বেকার হয়ে পড়েছেন প্রায় ১ লাখ জেলে। বাঁকখালী নদীতে নিরাপদ আশ্রয়ে রয়েছে হাজারো ট্রলার।

আজ মঙ্গলবার সকাল ৯টায় কক্সবাজার শহরের নুনিয়াছটা ফিশারি ঘাট ঘুরে দেখা গেছে, জেলেরা অলস সময় কাটাচ্ছেন। ট্রলার শ্রমিক জুবাইদুল ইসলাম বলেন,

“সাত দিন ধরি সাগরত ইলিশ ধরিত ন পারির। সাগর গরম অয়। ট্রলারত বই বই টেনশন গরির। ঘরত মা-বাপ, বউ আছে। তারা একবেলা খাইত ন পারের। চোখেমুখে অন্ধহার দেহির।”

জেলার বিভিন্ন ঘাটে ছয় হাজারের বেশি ট্রলার এখন সাগরে যেতে পারছে না, যার মধ্যে অনেকেই পরিবার-পরিজনের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন।

ফিশিং বোট মালিক সমিতির তথ্য অনুযায়ী, ১২ জুন নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই সাগরে তিনটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং এখনো ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। ফলে জেলেদের জীবন-জীবিকায় বড় ধরনের প্রভাব পড়েছে।