চকরিয়ায় বজ্রপাতে কিশোরী নিহত


Coxsbazarreport.com প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৪, ৩:০৬ অপরাহ্ন /
চকরিয়ায় বজ্রপাতে কিশোরী নিহত

তারেকুর রহমান :

কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে রোকসানা আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরালখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোকসানা ওই এলাকার জাকের আহমদের মেয়ে।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন রোকসানা। এ সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, বজ্রপাতে কিশোরীর মৃত্যুর খবরটি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
//