চকরিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু 


Coxsbazarreport.com প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৪, ৩:২৯ অপরাহ্ন /
চকরিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু 
তারেকুর রহমান :

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের সিআইডির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শোয়াইব (১১) ওই ইউনিয়নের বৈরাগীরখীল এলাকার ফিরোজ আহমদের ছেলে। সে ডুলাহাজারা কলেজিয়েট স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম ভূঁইয়া বলেন, সাঁতার না জানার কারণে গোসল করতে নেমে ওই শিক্ষার্থীর মৃত্যু হয় বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

সন্ধ্যায় ডুলাহাজরা কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে জানাজার শেষে সামাজিক কবরস্থানে শোয়াইবের দাফন করা হয়।

//