বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে ফিশিং ট্রলারের মাঝি নিহত


Coxsbazarreport.com প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৪, ৯:২০ পূর্বাহ্ন /
বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে ফিশিং ট্রলারের মাঝি নিহত

কক্সবাজার রিপোর্ট :

কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সোনাদিয়া চ্যানেলে জলদুস্যের গুলিতে মোকাররম মাঝি নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় জীবন বাঁচাতে ট্রলার থেকে কয়েকজন জেলে সাগরে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের পশ্চিম অংশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম।

নিহত জেলে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার মৃত জাফর আহমদের ছেলে এবং উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের নারী সদস্য রহিমা বেগমের স্বামী।

কিছুদিন আগে কুতুবদিয়া উপকূল থেকে ট্রলারটি একাধিক মাঝিমাল্লার সাথে সাগরে মাছ ধরতে যান তিনি।

স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে সোনাদিয়ার পশ্চিমে জলদস্যুর গুলিতে মোকাররম মাঝি নিহত হন। এছাড়াও ট্রালরসহ আরও কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন।

রক্ষা পেয়ে ফিরে আসা জেলেদের বরাতে স্থানীয় আবু সায়ীদ বলেন , মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মাছ ধরতে গিয়ে মোকাররম মাঝির নিয়ন্ত্রিত ট্রলারটি জলদস্যুদের কবলে পড়ে। এসময় পালিয়ে আসার সময় দস্যুরা ট্রলারটি লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এক পর্যায়ে মোকাররম মাঝি গুলিবিদ্ধ হয়ে সাগরে পড়ে যায়। পরে অন্যান্য জেলে ট্রলার থেকে তাকে উদ্ধার করে কুতুবদিয়ার মগনামা ঘাটে নিয়ে আসে। ওখান থেকে চিকিৎসার জন্য ট্রলারযোগে চট্টগ্রাম নেয়ার পথে সমুদ্রের বাঁশখালী পয়েন্টে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মহেশখালীর এক জেলের মরদেহের খবর পেয়ে পুলিশ সুরতহাল সংগ্রহ করেছে।

//টিআর