কক্সবাজার রিপোর্ট :
কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হচ্ছিলেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রশিদনগরের কাহাতিয়া পাড়া এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, কাহাতিয়া পাড়া ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ ওয়াহিদ (২৫), আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ হোসেন (১৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওয়াহিদ ও মোহাম্মদ হোসেন ঈদগাঁও বাজার থেকে প্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মাছুয়াখালী এলাকায় রেললাইন পার হতে গিয়ে তাদের মোটরসাইকেলটি ট্রেনের নিচে পড়ে যায়। এতে তারা ট্রেনের আঘাতে মারা যান। ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় সংকেত ছিল না। যার কারণে আজকের এই দুর্ঘটনাটি ঘটলো।
এলাকাবাসীর অভিযোগ, মাছুয়াখালী রেলক্রসিংয়ে কোন রেলগেট বা দায়িত্বপ্রাপ্ত ওয়াচম্যান নেই। ফলে স্থানীয় জনগণ প্রতিনিয়তই ঝুঁকির সম্মুখীন হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা জানান রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা থাকলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নেই।
ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি রেলপুলিশ দেখছেন।
//টিআর
আপনার মতামত লিখুন :