কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।
সোমবার (১১ নভেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার দিবাগত রাতে এই অভিযান চালানো হয় বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, টেকনাফের চৌধুরীপাড়া স্লুইচ গেইট এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদ পায় বিজিবি। এ সংবাদের ভিত্তিতে দুটি টহলদল সন্দেহজনক এলাকা ঘিরে কৌশলগত অবস্থান নেয়। রাত সাড়ে ৪টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পেরিয়ে স্লুইচ গেইটের দিকে আসতে দেখে টহলদল তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে পিঠে থাকা ব্যাগ ফেলে নদীতে ঝাঁপ দিয়ে দ্রুত মিয়ানমারে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
//টিআর
আপনার মতামত লিখুন :