কক্সবাজার সমুদ্রসৈকতে প্রথমবারের মতো বিচ হকি কার্নিভাল অনুষ্ঠিত


Coxsbazarreport.com প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৪, ৯:২১ পূর্বাহ্ন /
কক্সবাজার সমুদ্রসৈকতে প্রথমবারের মতো বিচ হকি কার্নিভাল অনুষ্ঠিত

তারেকুর রহমান :

দীর্ঘতম সমুদ্রসৈকতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ওস্তাদ ফজলু স্মৃতি ৫-এস বিচ হকি কার্নিভাল। ক্রীড়ামোদীদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেওয়া এই টুর্নামেন্টে দেশের শীর্ষস্থানীয় হকি দলগুলো অংশগ্রহণ করে, যেখানে সমুদ্রের ঢেউ আর কক্সবাজারের সুনিপুণ পরিবেশে জমে ওঠে রোমাঞ্চকর প্রতিযোগিতা।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার শহরের ডিভাইন পয়েন্টের সমুদ্রসৈকতে এ খেলা অনুষ্ঠিত হয়।

হকি একাডেমি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-এর আয়োজনে এবং কক্সবাজার হকি একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দুটি ক্যাটাগরিতে মোট ৯টি দল অংশগ্রহণ করে।

৪০ বছর বা তার বেশি বয়সীদের জন্য নির্ধারিত ভেটারান্স ক্যাটাগরিতে অংশ নেয় তিনটি দল। উত্তেজনাপূর্ণ ফাইনালে ফ্রেন্ডস হকি ফরএভার ঢাকা দল ৩-২ ব্যবধানে মাস্টার্স হকি বাংলাদেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ছয়টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ওপেন ক্যাটাগরিতে ফাইনালে মুখোমুখি হয় কক্সবাজার হকি একাডেমি এবং কিশোরগঞ্জ হকি একাডেমি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কক্সবাজার হকি একাডেমি ১-০ গোলে কিশোরগঞ্জ হকি একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কক্সবাজার হকি একাডেমির সভাপতি শিক্ষাবিদ এমএম সিরাজু ইসলাম বলেন, ‘‘সৈকতে এ খেলার মধ্য দিয়ে আমাদের কক্সবাজারে হকি নতুন করে জাগ্রত হয়েছে। তরুণ প্রজন্ম হকিতে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। একসময় কক্সবাজার খেলাধুলায় অনেক এগিয়ে ছিল, কিন্তু ধীরে ধীরে এর অবস্থান নিম্নমুখী হয়ে যায়। এখন আমরা আবারও উত্থানের পথে। যদি কক্সবাজারের ক্রীড়া সংস্থা বিভিন্ন খেলার ক্ষেত্রে আরও সহযোগিতা করে, তবে এখানকার ক্রীড়াক্ষেত্র বহুদূর এগিয়ে যাবে।’’

তিনি আরো বলেন, ‘‘কক্সবাজারে বিচ হকির কথা আগে শুনলেও সরাসরি দেখার সুযোগ হয়নি। এবার তা কাছ থেকে দেখার অভিজ্ঞতা অত্যন্ত উপভোগ করেছি। কক্সবাজারে বিচ হকি জনপ্রিয় করার জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমি আশাবাদী, এই উদ্যোগ কক্সবাজার থেকে দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে এবং বিচ হকি আরও সমৃদ্ধ হবে।’’

কক্সবাজারের জেষ্ঠ্য সাংবাদিক তোফায়েল আহমদ বলেন, ‘‘সমুদ্রসৈকতে এই খেলা প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে, যা দেখে সত্যিই ভালো লেগেছে। এমন একটি আয়োজন উপভোগ করতে পেরে আমি আনন্দিত। কক্সবাজারের মতো জায়গায় এই ধরনের আন্তর্জাতিক মানের খেলার আয়োজন আমাদের সবার জন্য গর্বের বিষয়। এটি কক্সবাজারকে নতুনভাবে প্রমোট করেছে এবং আমাদের গৌরব বৃদ্ধি করেছে।’’

জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনউদ্দিন মিলকী বলেন, ‘‘বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে হকি খেলার এই আয়োজনটি অত্যন্ত দারুণ এবং অনুপ্রেরণাদায়ক। কক্সবাজারে অন্যান্য খেলাধুলার পাশাপাশি হকিকেও এগিয়ে নেওয়ার জন্য আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি। হকি একাডেমি আমাদের এ উদ্যোগে সহযোগিতা করেছে, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’

তিনি আরো বলেন, ‘‘কক্সবাজার একটি ক্রীড়া উর্বর অঞ্চল। এখানে বিচ হকি চালিয়ে যাওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আজকের আয়োজন সফল করতে প্রশাসনসহ যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ। ভবিষ্যতে যদি আমরা আবার আয়োজক হতে পারি, তাহলে আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করবো।’’

পরিশেষে অংশগ্রহণকারী সকল দল, সেরা খেলোয়াড় ও দলসমূহকে পুরস্কৃত করা হয়।
আয়োজকদের মতে, এমন উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশে বিচ হকির উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

//