ওমর ফারুক হিরু :
কক্সবাজার শহরে এফআইভিডিবি’র বাস্তবায়নে প্র্যাকটিস প্রজেক্টের আয়োজনে প্ল্যান ইন্টারন্যাশনালের টেকনিক্যাল সহযোগীতায় অনুষ্টিত হয়েছে লানিং-শেয়ারিং ওয়ার্কশপ। শহরের এক আবাসিক হোটেলের হল রুমে এই ওয়ার্কশপ অনুষ্টিত হয়।
প্ল্যান ইন্টারন্যাশনালের প্র্যাকটিস প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জিনিয়া পারভিন এর সঞ্চালনায় এবং এফআইভিডিবি-এইচআরপি এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর মহিউদ্দীন সরদারের সভাপতিত্বে এই লার্নিং শেয়ারিং ওয়ার্কশপের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাসান মাসুদ, ক্যাম্প ইনচার্জ (ক্যাম্প-২৪) খোরশেদ আলম চৌধুরী এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাইল্ড প্রটেকশন লীড রোমানা আক্তার।
ক্যাম্প-ইনচার্জ খোরশেদ আলম চৌধুরী বলেন, এফআইবিডিবি প্ল্যান ইন্টারন্যাশনালের টেকনিক্যাল সহযোগীতায় যেসব প্রজেক্ট বাস্তবায়ন করে তার মধ্যে প্র্যাকটিস প্রজেক্ট অনন্য। প্রতিটা প্রজেক্ট কাজ করে ক্যাম্পে কিছুছাপ রেখে যায়। তারই দৃষ্টান্ত প্র্যাকটিস প্রজেক্ট।
ওয়ার্কশপে আরো উপস্থিত ছিলেন ক্যাম্প পর্যায়ে কর্মরত চাইল্ড প্রটেকশান ফোকাল, সাব সেক্টরের প্রতিনিধি, বিভিন্ন সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রিন্ট এবং ইলেট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। এতে প্রেজেন্টেশানের মাধ্যমে সকলেই কাছে প্রাকটিস প্রকল্পের তথ্য-উপাত্ত তুলে ধরা হয়। এছাড়া সকলের প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনার সমাপ্তি করেন।
//টিআর
আপনার মতামত লিখুন :