ভারত-বাংলাদেশ সিরিজে চোখ থাকবে যেসব রেকর্ডে


Coxsbazarreport.com প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৪, ৩:১৫ অপরাহ্ন /
ভারত-বাংলাদেশ সিরিজে চোখ থাকবে যেসব রেকর্ডে

ডেস্ক নিউজ :

বহুদিন পর ভারতের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজ দিয়ে বেশ কিছু রেকর্ড গড়তে পারেন বাংলাদেশ-ভারতের খেলোয়াড়েরা। সিরিজ শুরুর আগে সে সব রেকর্ডে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

আর মাত্র ৯ রান করলেই বাংলাদেশের পক্ষে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন মুশফিকুর রহিম। বর্তমানে এই তালিকায় শীর্ষে আছেন তামিম ইকবাল। তার রান ১৫ হাজার ১৯২। মুশফিকুর রহিমের বর্তমান রান ১৫ হাজার ১৮৪।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত একমাত্র ভারতকেই হারাতে পারেনি বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে একটি টেস্ট জিতলেই টেস্ট খেলুড়ে ১০ দলের বিপক্ষে জেতা হবে বাংলাদেশের। লাল বলে এখন পর্যন্ত শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেননি সাকিবরা।

২০০

টেস্টে বাংলাদেশের অন্যতম সেরা স্পিনার তাইজুল ইসলাম। এই ফরম্যাটে দুইশ উইকেট আছে একমাত্র সাকিব আল হাসানের।  সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের মালিক হতে স্পিনার তাইজুল ইসলামের দরকার আর ৫ উইকেট। ভারতের বিপক্ষে সেটাও হয়ে যেতে পারে।

৩০০

ভারতের বিপক্ষে মেহেদি হাসান মিরাজের সামনেও উঁকি দিচ্ছে একটি রেকর্ড।  সাকিব আল হাসান (৭০৮), মাশরাফি বিন মর্তুজা (৩৮৯) ও মোস্তাফিজুর রহমানের পরে চতুর্থ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট পেতে মেহেদী হাসান মিরাজের প্রয়োজন আর ৭ উইকেট।