লাইটহাউসে মিথ্যা সাংবাদ প্রকাশের হুমকি দিয়ে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা: পুলিশ সুপার বরাবরে অভিযোগ


Coxsbazarreport.com প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ন /
লাইটহাউসে মিথ্যা সাংবাদ প্রকাশের হুমকি দিয়ে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা: পুলিশ সুপার বরাবরে অভিযোগ

বার্তা পরিবেশক :

কক্সবাজার শহরের লাইট হাউস এলাকায় সাংবাদিক পরিচয়ে একটি সিন্ডিকেট প্রতিনিয়ত হয়রানি করছে স্থানীয়দের। তারা টার্গেট অনুযায়ী বিভিন্ন জনকে ফোন করে মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি দিয়ে টাকা আদায় করছে বলে অভিযোহ উঠেছে।

অনেকে ওই সিন্ডিকেটের জালে আটকা পড়ে অপরাধী না হয়েও সমাজে মান-ইজ্জত বাঁচাতে টাকা দিয়ে মিথ্যা সংবাদ প্রচার থেকে নিজেকে রক্ষা করছে।

এই অভিযোগ করেন জামাল হোসেন (৩৩) নামে ভুক্তভোগী এক যুবক। তিনি শহরের লাইট হাউস পাড়া (১২ নং ওয়ার্ড) এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে। সিন্ডিকেটটি জামাল হোসেনের সঙ্গেও একই কৌশল করে টাকা হাতানোর চেষ্টা করায় তিনি পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বিবাদী দেখানো হয় লাইট হাউস পাড়া এলাকার মৃত আলমগীর মইল এর ছেলে আল আমিন (৩৩), এনামুল কবির (৩০), আরিফ (২৫) এবং রিয়াজ উদ্দিন মনুর ছেলে রুবেল পারভেজ (২৮)। এছাড়া এই সিন্ডিকেটের আরেক সক্রিয় সদস্য হল আলোচিত মুর্শেদ বলি হত্যা মামলার আসামী মতিউল ইসলাম মুন্না ওরফে মতি।

ভুক্তভোগী জামাল হোসেন বলেন, ‘সুবিধা অনুযায়ী একেক সময় একেক রূপ ধারণ করে সিন্ডিকেটের সদস্যরা। তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত কেউ বিএনপি, কেউ জামায়েত শিবির আবার কেউ আওয়ামীলীগ। সুবিধা অনুযায়ী রূপ বদলায়। আর নিজেদের সংবাদকর্মী পরিচয় দিয়ে নানা কৌশলে মানুষকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়। এমনকি তারা আমার কাছে অস্ত্র আছে বলে মিথ্যা সংবাদ প্রচার করেছে ফেসবুক টিভিতে। আমার কাছে অস্ত্র আছে এমন সত্যতা কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে আমি যে কোন শাস্তি মাথা পেতে নেব। মূলত চাঁদাবাজীর জন্য এমন মিথ্যা সংবাদ প্রচার করেছে। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এই চিহ্নিত সিন্ডিকেট সদস্যদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। যাতে করে আর কোন মানুষ হয়রানির শিকার না হয়।

এইচ/টিআর