কক্সবাজার থেকে নামানো হলো সতর্ক সংকেত


Coxsbazarreport.com প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৪, ৯:২৩ পূর্বাহ্ন /
কক্সবাজার থেকে নামানো হলো সতর্ক সংকেত
তারেকুর রহমান :

বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপ গুরুত্বহীন হয়ে সাগর শান্ত থাকায় স্থানীয় সতর্কতা সংকেত নামানো হয়েছে।

রোববার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান।

তিনি বলেন, বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই কক্সবাজারসহ চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এর আগে শনিবার (৫ অক্টোবর) এর শেষ বুলেটিনে বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলে আবহাওয়া অফিস।

//