ডেস্ক নিউজ :
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন এই অভিনেত্রী। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন তিনি।
তার জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্তদের মাঝে। কোথাও ঘুরতে যাওয়া হোক বা আচার-অনুষ্ঠান। নিজের ব্যক্তিগত জীবনে নানা মুহূর্তও উঠে আসে অভিনেত্রীর টাইমলাইনে।
সম্প্রতি কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, ছেলে মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকারকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে গেছেন।
এদিকে সুইমিং পুলে ছেলেকে নিয়ে জলকেলিতে মেতেছে মাহি। মা-ছেলের মিষ্টি হাসি যেন ভক্তদের আবেগঘন করে তুলেছে। ছেলের গালে মমতার ছোঁয়া এঁকে দিচ্ছেন, সময়টা যেন মা-ছেলের।
ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা কি যথাযথ জুটি নই ?’ সঙ্গে রয়েছে লাভ ইমোজি। ভক্ত-অনুরাগীর বেশ প্রশংসা করেছেন। কমেন্ট বক্সে আলভি নামে এক ভক্ত লিখেছেন, ‘দুনিয়ায় সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয়।’
আরেকজনের বলেন, ‘মা তো মা হয় মায়ের কোন তুলনা হয় না।’ আয়াত খান নামে এক অনুরাগীর ভাষ্য, ‘আল্লাহ যেন আপনার সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে চলার তৈফিক দেন। আপনার ছেলেক নেক হায়াত দান করুক দু’আ রইলো।’
//
আপনার মতামত লিখুন :