কক্সবাজারে পর্যটকবান্ধব চালক কার্ড পেলেন ২০০ চালক


Coxsbazarreport.com প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৫, ৩:২১ অপরাহ্ন /
কক্সবাজারে পর্যটকবান্ধব চালক কার্ড পেলেন ২০০ চালক

কক্সবাজার রিপোর্ট:

পর্যটনবান্ধব সেবা নিশ্চিত করতে কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সহযোগিতায় ২০০ চালকের মাঝে বিশেষ পরিচয়পত্র, ভাড়া তালিকা এবং ভেস্ট বিতরণ করা হয়েছে।

চারদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শেষে বুধবার (১৩ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানের মাধ্যমে ইজিবাইক ও পর্যটন জিপ চালকদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, আইএলওর জেলা প্রধান রুচিকা বাহাল, কক্সবাজার বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি.) উথোয়াইনু চৌধুরী, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, হোটেল-মোটেল-গেস্ট হাউজ মালিক সমিতির সদস্য সচিব মুকিম খাঁন প্রমুখ।

চেম্বার আইসেক প্রকল্পের দক্ষতা উন্নয়ন কর্মকর্তা মো. খায়রুল বাসার সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের ফিন্যান্স অফিসার উম্মে ফাতিমা ইয়াসমিন ও অফিস সহকারী আব্দুল মালেক নাঈমসহ অনেকে।

নয়ন/টিআর