কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা।
নিহতরা হলেন, ১৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা আব্দুর রহিম (৩১) ও তার দুই ছেলে আব্দুল হাফিজ এবং আব্দুল ওয়াছেদ।
মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, ভারী বর্ষণে উখিয়া ১৪ নম্বর হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে তিনটি ঘর বিধ্বস্ত হয়েছে। এতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ওই পরিবারের স্ত্রী-সন্তানসহ আরো দুইজন আহত হন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
একই রাতে কক্সবাজার সদরে পাহাড় ধসে একই পরিবারের মা ও দুই কন্যা সন্তান মারা যান। এনিয়ে কক্সবাজারে পাহাড় ধসে এক রাতে ৬ জনের প্রাণহানি ঘটে।
/টিআর
আপনার মতামত লিখুন :