তারেকুর রহমান :
কক্সবাজার সমুদ্র সৈকতে নারীকে হেনস্তা ও মারধরের অভিযোগে গ্রেপ্তার ফারুকুল ইসলামের (২২) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ।
এর আগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কক্সবাজার দ্রুত বিচার আদালতের জ্যেষ্ঠ বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এসআই নুর মোহাম্মদ বলেন, ফারুকুলের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আইনগত প্রক্রিয়া অনুসারে তাকে রিমান্ডে নেয়া হয়েছে।
গ্রেপ্তার ফারুকুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বড় হাতিয়ার বাসিন্দা। কক্সবাজার সমুদ্র সৈকতে নারীকে হেনস্তা ও মারধরের অভিযোগে কক্সবাজার জেলার কালুর দোকান এলাকার একটি স্থান থেকে তাকে আটক করে পুলিশ। পরে মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
//
আপনার মতামত লিখুন :