তারেকুর রহমান :
কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে তাহেরা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা বাগান এলাকায় এ ঘটনা ঘটেছে।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তাহেরা বেগম (৬০) ওই এলাকার সুলতান আহমদের স্ত্রী।
মেহেরাজ উদ্দিন বলেন, রাতে সংরক্ষিত বনের পাহাড় থেকে একটি বন্যহাতি জনবসতি এলাকায় আসার খবর ছড়িয়ে পড়ে। এসময় এলাকার লোকজনের সঙ্গে তাহেরা বেগমও হাতি দেখতে ঘর থেকে বের হন। তিনি রাস্তায় পৌঁছালে তাৎক্ষণিক বন্যহাতিটির সামনে পড়েন। এতে হাতির আক্রমণে তিনি ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
//
আপনার মতামত লিখুন :