কুতুবদিয়ায় সৃজন ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন


Coxsbazarreport.com প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৪, ৭:২২ পূর্বাহ্ন /
কুতুবদিয়ায় সৃজন ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

কুতুবদিয়া প্রতিনিধি :

কক্সবাজারের কুতুবদিয়ার শিক্ষাবান্ধব সংগঠন সৃজন ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৪ সালের জন্য দ্বিতীয়বারের মতো আয়োজিত সৃজন মেধা বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

পরীক্ষা অনুষ্ঠিত হয় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে। এতে ৩য় শ্রেণিতে ১২৬ জন, ৪র্থ শ্রেণিতে ১৫৫ জন, ৫ম শ্রেণিতে ১৭৫ জন, ৬ষ্ঠ শ্রেণিতে ১৫০ জন এবং ৮ম শ্রেণিতে ১৪৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। সর্বমোট ৭৫৪ জন শিক্ষার্থী ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষার কার্যক্রম পরিচালনায় নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার কাইয়ুমুল হুদা এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন মোহাম্মদ আলী শামীম। কেন্দ্র ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন তৌহিদুল ইসলাম।

পরীক্ষা শেষে সৃজন ফাউন্ডেশনের বর্তমান সহ-সভাপতি লোকমান হাকিম এবং সাবেক সভাপতি প্রকৌশলী এসআইএম শাখাওয়াত হোছাইন বক্তব্য রাখেন। তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে এই ধরনের পরীক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন কুতুবদিয়া মেডিকেলের ডাক্তার রেজাউল হাসান এবং কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন।

আয়োজকরা জানান, সৃজন ফাউন্ডেশনের এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং শিক্ষা ক্ষেত্রে অনুপ্রেরণা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

//টিআর