ওয়ানডেকে বিদায়ের ঘোষণা দিলেন নবী


Coxsbazarreport.com প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৪, ৯:২৬ পূর্বাহ্ন /
ওয়ানডেকে বিদায়ের ঘোষণা দিলেন নবী

ডেস্ক নিউজ :

আফগানিস্তানের ক্রিকেটের শুরুর সারথী মোহাম্মদ নবী। ক্রিকেটে আফগানিস্তানের উত্থান একদম চোখের সামনে দেখেছেন, নিজেও হয়েছেন জয়-পরাজয়ের স্বাক্ষী। এবার সময় হলো বিদায় বলার। তারই ধারাবাহিকতায় ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার।

আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চে বসতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। এই আসরে খেলবে আফগানিস্তানও। বৈশ্বিক এই আসরে খেলেই ওয়ানডেকে বিদায় জানাবেন ৪০ বছর বয়সী নবী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় নবীর। এখন পর্যন্ত দেশের জার্সিতে ১৫ বছরে ১৬৫টি ওয়ানডে খেলেছেন নবী। তাতে করেছেন ৩৫৪৯ রান, নিয়েছেন ১৭১ উইকেট। এই সংস্করণে আফগানিস্তানের সেরা রান ও উইকেট সংগ্রাহকের তালিকায় তার অবস্থান দুইয়ে।

এর আগে ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জিতে সাদা পোশাককে বিদায় জানান নবী। এবার পালা রঙিন পোশাক তুলে রাখার। ওয়ানডে থেকে বিদায় নিলেও আফগানিস্তানের হয়ে টি–টোয়েন্টি খেলে যাবেন তিনি। দেখা যাক, কতদূর যেতে পারেন।

//