নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার পৌরসভার বাদশাঘোনা এলাকার একমাত্র খেলার মাঠ পৌরসভার ময়লা-আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। অথচ এই মাঠেই আগামী ২৫ মে আয়োজন করা হয়েছে একটি মিনিবার ফুটবল টুর্নামেন্ট। মাঠের এই করুণ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে স্থানীয় খেলোয়াড়, আয়োজক ও এলাকাবাসী।
স্থানীয়রা অভিযোগ করেছেন, পৌরসভার দায়িত্বশীলদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। প্রতিদিনই আশ্বাস দেওয়া হচ্ছে ময়লা সরিয়ে নেওয়ার, কিন্তু মাঠ থেকে এখনো পর্যন্ত সেগুলো অপসারণ করা হয়নি।
এলাকাবাসীর পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে ময়লা অপসারণের জোর দাবি জানানো হয়েছে।
স্থানীয় ছাত্রদল নেতা নজরুল ইসলাম বলেন, ‘‘এটাই আমাদের এলাকার একমাত্র মাঠ। খেলাধুলার জন্য আমরা শিশু-কিশোরদের যেটুকু সুযোগ দিতে পারি, সেটাও যদি এইভাবে নষ্ট হয়ে যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে?’’
তিনি আরো বলেন, ‘‘আমরা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এখন মাঠের এমন অবস্থা দেখে হতাশ হচ্ছি। এটা পুরো এলাকাবাসীর জন্য দুঃখজনক। অবিলম্বে এই ময়লা আবর্জনাগুলো অপসারণের জন্য জোর দাবি জানাচ্ছি’’
এ বিষয়ে পৌরসভার কোনো দায়িত্বশীল ব্যক্তির তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি- খেলার মাঠের মর্যাদা রক্ষা করতে এবং তরুণ ও যুব সমাজকে খেলাধুলার উপযোগী পরিবেশ দিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
//
আপনার মতামত লিখুন :