ডেস্ক নিউজ:
বাংলাদেশের ব্যাটিংয়ের সময় মিরপুরের উইকেট যেন ‘মাইন ফিল্ডে’ রূপ নিল! প্রথম ইনিংসে স্বাগতিকেরা ১০৬ রানে অলআউট। প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকাও হারিয়েছিল ৬ উইকেট। কিন্তু নিচের ব্যাটারদের দক্ষতায় দক্ষিণ আফ্রিকা ঠিকই ভালো স্কোর পেয়ে গেছে। ৩০৮ রানে অলআউট হওয়ার আগে মিরপুরের উইকেটে ২০২ রানের বিশাল লিড পেয়ে গেছে প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে ৪ রানে ২ উইকেট হারানো বাংলাদেশের সামনে দুই দিনেই হেরে যাওয়ার শঙ্কা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের শুরুতেই হয়তো বাংলাদেশ নিজেকে ‘ভাগ্যবান’ মনে করেছিল। কারণ টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিরপুরে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে বলেই শান্তর ব্যাটিং নেওয়া। সেখানে প্রথম ইনিংসেই বাজেভাবে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় ১০৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। এরপর দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩০৮ রানে। ২০২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে এরই মধ্যে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৫ রান করে স্বাগতিকেরা।
মিরপুর টেস্টের শুরুতে দক্ষিণ আফ্রিকা যেমন বাংলাদেশের ওপর চড়ে বসেছিল, প্রথম দিনের শেষ বিকেলে আবার আলো ছড়ান তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকা প্রথম দিন যে ৬ উইকেট হারিয়েছিল, সেগুলোর ৫টিই তাইজুলের। বাংলাদেশের টেস্ট ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছে যান বাঁহাতি স্পিনার। সেই তাইজুলকে আজ দ্বিতীয় দিনের শুরুতে দেখেশুনে খেলতে থাকেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার উইয়ান মুল্ডার ও কাইল ভেরেইন। আক্রমণ ও রক্ষণের মিশেলে খেলতে থাকেন তাঁরা। মুল্ডার তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন।
ফিফটির পরপরই অবশ্য আউট হয়েছেন মুল্ডার (৫৪)। দক্ষিণ আফ্রিকার এই পেস বোলিং অলরাউন্ডারকে ৬৫তম ওভারের পঞ্চম বলে ফেরান হাসান মাহমুদ। পরের বলেই দুর্দান্ত এক ডেলিভারিতে কেশব মহারাজকে বোল্ড করেন হাসান। টানা দুই বলে ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৮ উইকেটে ২২৭ রান। এমন পরিস্থিতি থেকে প্রোটিয়ারা ৩০০ পেরিয়েছে ভেরেইনের দুর্দান্ত ব্যাটিংয়ে। ১৩৪ বলে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সেঞ্চুরি এসেছে দুই বছর পর। ১১৪ রান করে প্রোটিয়াদের ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ১৪৪ বলের ইনিংসে ২৭ রানই করেছেন সুইপ থেকে। মেরেছেন ৮ চার ও ২ ছক্কা।
আউটও হয়েছেন সুইপ করতে গিয়ে। ৮৯তম ওভারের চতুর্থ বলে মেহেদী হাসান মিরাজকে সুইপ করতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন ভেরেইন। ক্ষিপ্রতার সঙ্গে স্টাম্পিং করেন উইকেটরক্ষক লিটন দাস। ‘নির্বিষ’ তাইজুল আজ আর কোনো উইকেট পাননি।
//টিআর
আপনার মতামত লিখুন :