উখিয়ায় গুলিসহ গ্রেপ্তার ৩


Coxsbazarreport.com প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৫, ৭:৪২ পূর্বাহ্ন /
উখিয়ায় গুলিসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার রিপোর্ট :

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮-এপিবিএন) সদস্যরা ছয় রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর ক্যাম্পের মোছারখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার জাহেদ আলমের ছেলে আজিজুল হক (৩০), মোহাম্মদ সেলিমের ছেলে মাসুদ হোসেন (১৯) ও বশির আহমদের ছেলে শহীদুল ইসলাম (২৫)।

বিষয়টি নিশ্চিত করে ৮-এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি জানান, পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর ক্যাম্পের মোছারখোলা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তিনজনকে ছয় রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। তাদের  উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেইন জানান, ৮-এপিবিএনের আটক করা তিন আসামিকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

//টিআর