কক্সবাজারে দিনব্যাপী কোরটিম সদস্যদের রিফ্রেশার্স ট্রেনিং অনুষ্ঠিত 


Coxsbazarreport.com প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৫, ৯:১৩ পূর্বাহ্ন /
কক্সবাজারে দিনব্যাপী কোরটিম সদস্যদের রিফ্রেশার্স ট্রেনিং অনুষ্ঠিত 

কক্সবাজার রিপোর্ট :

জাইকা স্বাস্থ্য-২ প্রকল্পের আওতায় কক্সবাজারে জেলা ও উপজেলা কোরটিম সদস্যদের দিনব্যাপী রিফ্রেশার্স ট্রেইনিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং জাইকা স্বাস্থ্য-২ প্রকল্প, বাডাস ও শেড ফাউন্ডেশনের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজারের সম্মানিত সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ ফাহিম আহমদ ফয়সালের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্যে ডা. মোহাম্মদুল হক বলেন, “অসংক্রামক রোগ, বিশেষত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস প্রতিরোধ ও ব্যবস্থাপনায় কোরটিম এপ্রোচ অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। কোরটিমের কার্যকর সাপোর্টিভ সুপারভিশন, মনিটরিং এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে কমিউনিটি ক্লিনিক ও কমিউনিটি পর্যায়ে এনসিডি, শিশু, মাতৃস্বাস্থ্য এবং পুষ্টিসেবা সহ অন্যান্য সেবার গুণগত মান ও কাভারেজ বাড়বে। আমি মনে করি, এই কার্যক্রম বাংলাদেশের প্রতিটি জেলায় চালু করা উচিত।”

দিনব্যাপী এ প্রশিক্ষণে জাইকা স্বাস্থ্য-২ প্রকল্পের সার্বিক ধারণা, কমিউনিটি পর্যায়ে এনসিডি ব্যবস্থাপনা মডেল, কোরটিম এপ্রোচ ও কাঠামো, দায়-দায়িত্ব ও বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন, কমিউনিটি গ্রুপের কাঠামো ও দায়-দায়িত্ব, সহায়ক সুপারভিশন ও মনিটরিং, স্থানীয় সরকার সম্পৃক্তকরণ এবং কমিউনিটি ক্লিনিকের জন্য তহবিল গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রশিক্ষণে অতিথি ছিলেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের উপসচিব মো. নাছির উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. নুরুল ইসলাম, সিবিএইচসি এর প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. ফারুক হোসেন, এনসিডিসি প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. রাহাত ইকবাল চৌধুরী এবং কক্সবাজার জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া।

এসময় কক্সবাজার সদর, রামু ও চকরিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, একই উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কনিনীকা দস্তিদার, জাইকা স্বাস্থ্য-২ প্রকল্পের চিফ অ্যাডভাইজার রিয়ে ওজাকি, প্রকল্প পরিচালক ডা. বিশ্বজিৎ (বাডাস), কমিউনিটি হেলথ কনসালটেন্ট এসএম রেজাউল ইসলাম (জাইকা), ফিন্যান্স এন্ড এডমিনিস্ট্রেটিভ ম্যানেজার মো. এনায়েত হোসাইন (জাইকা), শেড ফাউন্ডেশনের টিম লিডার আরিফ হোসেন, জেলা সমন্বয়ক শাহীন দিনা সুলতানা (জাইকা), কমিউনিটি হেলথ কো-অর্ডিনেটর মো. আবদুস শুকুর (শেড ফাউন্ডেশন) ও শেড ফাউন্ডেশনের উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

//