কক্সবাজারের উখিয়ায় ওষুধের ভুলে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক গৃহবধূর।
গ্যাস্ট্রিকের ওষুধের বদলে ভুল করে ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট সেবন করে মারা গেছেন মরিয়ম বেগম (৩০)।
শনিবার (২৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামে এই ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, পেটের ব্যথা অনুভব করলে মরিয়ম বেগম তার ছেলেকে স্থানীয় এক মুদি দোকানে গ্যাস্ট্রিকের ওষুধ আনতে বলেন।
কিন্তু দোকানদার ভুল করে গ্যাস্ট্রিকের ওষুধের পরিবর্তে ইঁদুর মারার বিষ ট্যাবলেট দিয়ে দেন। সেবনের পরপরই মরিয়ম বেগম অচেতন হয়ে পড়েন।
পরিবারের লোকজন দ্রুত তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরিয়ম বেগম হরিণমারা গ্রামের আবুল হাসেমের স্ত্রী এবং তিন সন্তানের জননী ছিলেন।
স্থানীয়রা জানান, দোকানদার মৌলভী হাসান আলী দীর্ঘদিন ধরে ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ ও বিষ বিক্রি করে আসছেন। এ নিয়ে প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :