কক্সবাজার রিপোর্ট :
কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার হোয়াইক্যং খারাইঙ্গাঘোনা এলাকায় এলাকায় অভিযান চালিয়ে মাদকগুলো জব্দ করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এক ব্যক্তিকে মিয়ানমার থেকে একটি ক্যারেট কাঁধে নিয়ে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে চ্যালেঞ্জ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সে ক্যারেটটি ফেলে দিয়ে গ্রামের ভেতরে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল ক্যারেটের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
চোরাকারবারিকে সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
//
আপনার মতামত লিখুন :