কক্সবাজার রিপোর্ট :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি।
বুধবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া সীমান্তে অভিযান চালিয়ে মাদকগুলো জব্দ করা হয়।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে পাচারকারিরা মাদকগুলো ফেলে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
হিরু/টিআর
আপনার মতামত লিখুন :