কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার হ্নীলা ফুলের ডেইল পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকগুলো জব্দ করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিয়ানমার থেকে মাদকের একটি চালান আসছে, এমন খবরে হ্নীলা পুরান বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। এসময় দুইজন ব্যক্তি নাফ নদী পার হয়ে এদিকে আসার সময় সন্দেহ হলে চ্যালেঞ্জ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা সাথে থাকা দুটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ দুটি তল্লাশি করে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/টিআর
আপনার মতামত লিখুন :