নিউইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানির ওপর ফেডারেল তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প
নিউইয়র্ক নগরীর ডেমোক্র্যাটিক পার্টির মেয়র প্রার্থী জোহরান মামদানি যদি ‘যথাযথ আচরণ’ না করেন, তাহলে ফেডারেল সরকার তাদের তহবিল বন্ধ করে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার তিনি এই হুমকি দেন।
ফক্স নিউজের উপস্থাপক মারিয়া বার্টিরোমোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ভাবতেই পারেন না জোহরান জিতবেন। তাঁর চোখে, জোহরান একজন ‘খাঁটি কমিউনিস্ট’।
ট্রাম্প আরও বলেন, “যদি তিনি মেয়র হন, তবে অবশ্যই যথাযথভাবে কাজ করতে হবে, না হলে নিউইয়র্ক কোনো অর্থ পাবে না।”
নিউইয়র্ক নগরের হিসাবরক্ষক দপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর বিভিন্ন কর্মসূচি ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ১০ হাজার কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছে নিউইয়র্ক প্রশাসন।
এদিকে জোহরান মামদানি পরিষ্কার করে বলেছেন, তিনি কমিউনিস্ট নন। এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, “না, আমি কমিউনিস্ট নই।”
জোহরান আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ব্যক্তি বিশেষের ব্যাপারে আক্রমণ করবেন, কারণ ট্রাম্প তাঁর রাজনৈতিক আদর্শ ও লড়াই থেকে জনগণের মনোযোগ সরাতে চান।
জোহরানের অনুপ্রেরণা মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র, যিনি সম্পদের ন্যায্য বণ্টনের পক্ষে ছিলেন।
তিনি বলেন, “আমার বিশ্বাস, সমাজে বিলিয়নিয়ার থাকা উচিত নয়। বর্তমানে সমাজে বৈষম্য এতটাই বাড়ছে যে, এত টাকা কারও হাতে থাকা ঠিক নয়।”
জোহরান নিউইয়র্কের শীর্ষ ধনীদের ওপর কর বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং আরও বেশি সামাজিক সমতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নির্বাচনে লড়ছেন।
আপনার মতামত লিখুন :