৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হচ্ছে বিকেলে


Coxsbazarreport.com প্রকাশের সময় : জুন ৩০, ২০২৫, ৫:৩৯ পূর্বাহ্ন /
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হচ্ছে বিকেলে

কক্সবাজার রিপোর্ট ডেস্কঃ

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সোমবার (৩০ জুন) বিকেলে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের ঘোষণা দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানা গেছে, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে বিকেলের মধ্যে ফলাফল আপলোড করা হতে পারে।

পিএসসির আগের পরিকল্পনা ছিল প্রায় ৪০০টি ক্যাডার পদ বাড়িয়ে নতুনভাবে নিয়োগ সুপারিশ করা, কিন্তু উপদেষ্টা পরিষদের নিষেধাজ্ঞার কারণে পদসংখ্যা অপরিবর্তিতই থাকবে। ফলে বিজ্ঞপ্তিতে থাকা শূন্য পদগুলোতে নিয়োগের সুপারিশ করা হবে।

উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্ত অনুযায়ী, ৪৯তম বিসিএসে পদসংখ্যা তুলনামূলকভাবে বেশি হবে, কারণ শূন্য পদগুলো তখন যুক্ত করা হবে।

এর আগে, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট ১,৭১০ জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের কথা বলা হয়েছিল। এর মধ্যে শিক্ষা ক্যাডারে নিয়োগ হবে সবচেয়ে বেশি, মোট ৭৭৬ জন। এছাড়া প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্র বিভাগে ১০ জন, আনসারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাবে ৩০ জন, এবং পরিবার পরিকল্পনায় ২৭ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা ছিল।

পিএসসি সূত্রে জানা গেছে, সোমবারের ফলাফল প্রকাশের পর প্রার্থীদের মধ্যে নিয়োগ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম শুরু হবে।