কক্সবাজারে ১৬ বছর পর বিএনপির মহাসমাবেশ সোমবার


Coxsbazarreport.com প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৫, ২:০০ অপরাহ্ন /
কক্সবাজারে ১৬ বছর পর বিএনপির মহাসমাবেশ সোমবার

কক্সবাজার রিপোর্ট :

দীর্ঘ ১৬ বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির জনসভা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কক্সবাজার শহরের গোল চত্বর মাঠে জেলা বিএনপি আয়োজিত এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ প্রধান অতিথি থাকার কথা রয়েছে।

সমাবেশ উপলক্ষে রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল  ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে  সংবাদ সম্মেলনের আয়োজন করে কক্সবাজার জেলা বিএনপি।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য  লুৎফর রহমান কাজল বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবি সামনে রেখে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। নেতাকর্মী ছাড়াও জেলার সর্বস্তরের লক্ষাধিক জনগণের অংগ্রহনে সমাবেশটি মহাসমাবেশে রূপ নেবে।

সংবাদ সম্মেলনে লুৎফর রহমান কাজল আরো বলেন, অনির্বাচিত সরকার কোন সমস্যার সমাধান করতে পারে না, তাই প্রথমে জাতীয় নির্বাচন চায় বিএনপি। তিনি বলেন
দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের রোড়ম্যাপ ঘোষণা করুন। একমাত্র নির্বাচিত সরকারই জাতিকে মুক্তি দিতে পারে।
তিনি বলেন, জনআকাঙ্খার সাথে সংগতি রেখে সর্বাগ্রে জাতীয় নির্বাচন জরুরি। সারাদেশব্যপী জনমত গঠন করতে কেন্দ্রীয় বিএনপি জনসভা, সমাবেশ চালিয়ে যাবে। পাশাপাশি জনদাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করা হবে।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, দেশের মানুষ ভালো নেই। রাষ্ট্র ক্ষমতায় জনগণের সরকার না থাকার কারণে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতি, অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাসী  কর্মকাণ্ড লেগেই আছে। এভাবে দেশ চলতে পারে না। আমরা আগে জাতীয় সংসদের নির্বাচন চাই, জনগণের অধিকার চাই।

তিনি আরো বলেন, চার দফা দাবিতে কক্সবাজার জেলা বিএনপির জনসভায় লক্ষাধিক নেতা-কর্মীর সমাগম হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটির জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। জেলার শীর্ষ নেতৃত্বের তত্ত্বাবধানে জেলার ১৪টি সাংগঠনিক ইউনিট ৭৯১টি ওয়ার্ডের পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ ও প্রস্তুতি সভা করেছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউসুফ বদরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

//টিআর