মহেশখালীতে প্রসূতি মায়েদের চিকিৎসা সেবায় হাসপাতাল উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফর সিদ্দিকী।


Coxsbazarreport.com প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন /
মহেশখালীতে প্রসূতি মায়েদের চিকিৎসা সেবায় হাসপাতাল উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফর সিদ্দিকী।

কক্সবাজার রিপোর্ট :

কক্সবাজারের দ্বীপ এলাকা মহেশখালীর কুতুবজোমের বুজরুক পাড়ায় প্রসূতি মা ও শিশুর চিকিৎসা সেবা প্রদানে ‘এক্সিলারেট হোপ হসপিটাল’ নামে ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফিতা কেটে বেসরকারি এক্সিলারেট এনার্জি ও হোপ ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে ৩০ বেডের এক্সিলারেট হোপ হসপিটাল অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফর সিদ্দিকী।

এই হাসপাতালে জরুরি বিভাগ, বহির্বিভাগ, নরমাল ডেলিভারী, সিজারিয়ান ডেলিভারী, গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবা, নবজাতক এবং শিশু চিকিৎসা সেবা,প্যাথলজি ও ল্যাবটেস্টসহ বিভিন্ন উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা রয়েছে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নুরুন নাহার চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন এক্সিলারেট এনার্জি উপদেষ্টা আমেরিকান এম্বেসির সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস, হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কেএম জাহিদুজ্জামান, এশিয়া প্যাসিফিক এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট মিঃ রামন ওয়াংদি, এক্সিলারেট এনার্জি কান্ট্রি ম্যানেজার হাবিব ভুঁইয়া, ইউএনও-মহেশখালী, মো: হেদায়েত উল্যাহ্, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজুর রহমান। প্রথম দিনেই ওই এলাকায় অর্ধশত রোগি চিকিৎসা সেবা গ্রহণ করেন।

হিরু/টিআর