নিরবচ্ছিন্ন ডিজিটাল লেনদেন ব্যবস্থায় বড় একটি পদক্ষেপ হিসেবে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগল পে। সিটি ব্যাংক, গুগল, মাস্টারকার্ড ও ভিসার যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো এই আন্তর্জাতিক পেমেন্ট সেবা।
আজ মঙ্গলবার ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন করেন। প্রাথমিকভাবে কেবল সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল পে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে অন্যান্য ব্যাংকের কার্ডও এই সেবায় যুক্ত করা হবে।
গুগল পে-এর মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘ট্যাপ টু পে’ প্রযুক্তির মাধ্যমে দেশ–বিদেশে সহজ, দ্রুত ও নিরাপদ লেনদেন করা যাবে। গুগল ব্যবহারকারীদের কাছ থেকে কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হবে না।
প্রয়োজনীয়তা: অ্যান্ড্রয়েড ফোন, গুগল ওয়ালেট অ্যাপ, এনএফসি প্রযুক্তি, সিটি ব্যাংকের মাস্টারকার্ড/ভিসা।
সেটআপ পদ্ধতি:
গুগল ওয়ালেট অ্যাপ খুলুন
প্রোফাইল আইকনে ট্যাপ করে পেমেন্ট সেটআপ নির্বাচন করুন
NFC চালু করুন (Settings > Connected devices > Connection preferences)
গুগল ওয়ালেটকে ডিফল্ট পেমেন্ট অ্যাপ করুন
কার্ড যোগ করুন
স্ক্রিনলক সক্রিয় করুন
ফোন আনলক করুন (যদি প্রয়োজন হয়)
পেমেন্ট রিডারের সামনে ফোনটি ধরুন
স্ক্রিনে ✅ নীল চেক চিহ্ন দেখা গেলে পেমেন্ট সফল
গুগলের পক্ষ থেকে শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের সাব্বির আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের প্রায় ৯৫% স্মার্টফোন ব্যবহারকারী অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে থাকায় গুগল পে-কে একটি সহজলভ্য ও নিরাপদ লেনদেন ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :