তারেকুর রহমান :
কক্সবাজার সমুদ্রে ওয়াটার বাইক (জেটস্কি) থেকে ছিটকে পড়ে মোহাম্মদ আল মামুন হাওলাদার (৩৮) নামের এক পর্যটক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সীগাল পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আল মামুন হাওলাদার বরিশাল উজিরপুরের নুরে আলম হাওলাদারের ছেলে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সমুদ্রসৈকতে কর্মরত বিচকর্মী বেলাল হোসেন বলেন, ভাড়ায় চালিত ১০ নম্বর ওয়াটার বাইকে দুপুর ১২টার দিকে রাইড করেন আল মামুন। এসময় দুর্ঘটনা শিকার হন তিনি। ওয়াটার বাইক থেকে পানিতে পড়ে গেলে ওজনে বেশি হওয়ায় তিনি আর উপরে উঠতে পারেননি। তাৎক্ষণিক তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওয়াটার বাইকটি ট্যুরিস্ট পুলিশের হেফাজতে আছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। সেখানে নিহতের স্বজনরা গেছেন।
//
আপনার মতামত লিখুন :