কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউনুস বাঙালিকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে টেকনাফের হ্নীলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ ইউনুস ওরফে ইউনুস বাঙালি টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব শিকদারপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল টেকনাফের হ্নীলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ইউনুস বাঙালিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ইউনুস বাঙালিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
//টিআর
আপনার মতামত লিখুন :