কক্সবাজার ৭১ পত্রিকায় ‘কক্সবাজার শহরে রাজা মিয়া, এনাম ও অভি বাহিনীর বিরুদ্ধে হামলার গুরুতর অভিযোগ’ শিরোনামে সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ওই সংবাদে উল্লেখ করা হয়েছে আমরা নাকি অবৈধভাবে জমি দখলের চেষ্টা করছি। সংবাদের এই তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মূলত যারা অবৈধভাবে গায়ের জোরে জমি দখল করার চেষ্টা করছে তারাই উল্টো মিথ্যা সংবাদ প্রচার করেছে।
মূল ঘটনা হল শহরের কলাতলী ‘ওশান প্যারাডাইস’ সংলগ্ন ডিভাইন সড়কে প্রবাসী আমানী আলম রাজার ‘রাজা রিসোর্ট’ ভাংচুর পূর্বক অবৈধদভাবে দখলের চেষ্টা চালায় বাহারছড়ার (১১ নং ওয়ার্ড) মৃত শওকত আলীর ছেলে শাহ আলম (৪৫), আলমঙ্গীর (৩৮), মোঃ আব্দুল্লাহ্র ছেলে হেলাল উদ্দিন, আহমদুর রহমানের ছেলে ছাত্রলীগ নেতা রহমান বিন আজিজ (২৪), নাইক্ষ্যংছড়ির চাকডালা কম্বনিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (৩৪), জালাল উদ্দিনের স্ত্রী শামসুন নাহার (৫০) ও শাহ আলমের স্ত্রী নুর বেগম সহ তাদের ভাড়াটিয়া ১৫-২০ জন।
তারা দখলের পাশাপাশি প্রবাসী আলম রাজার ‘রাজা রিসোর্টে’ লুটপাট ও ভাংচুর চালিয়েছে। এছাড়া তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা ‘রাজা রিসোর্টে’র মালিক আমানী আলম রাজার পরিবারের নারী-পুরুষকে মারধর করে। আর এই দখলবাজ ও হামলাকারীদের আশ্রয় দাতা হলেন দক্ষিণ বাহারছড়ার মৃত শফিকুর রহমানের ছেলে মোঃ আব্দুল্লাহ।
দখলবাজদের মিথ্যা সংবাদে আমার বাবা আব্দুল করিম’র (৫৮) বিরুদ্ধেও মিথ্যা তথ্য ছাপানো হয়েছে। মূলত ২০০৭ সালে আমার বাবা’র সম্পত্তির কিছু অংশ প্রবাসী আমানী আলম রাজা’কে বিক্রি করেছিল। যা বর্তমানে ‘রাজা রিসোর্ট’। উল্লেখিত দখলবাজরা এতই বেপরোয়া যে তারা আমার বাবা’কেও হামলার চেষ্টা চালায়। এই ঘটনায় আমার বাবা আব্দুল করিম বাদী হয়ে কক্সবাজার সদর থানা, র্যাব ও সেনাবাহিনীর কাছে অভিযোগ দায়ের করেন।
দখলবাজরা খুবই প্রভাবশালী। তারা এই পরিস্থিতিতে প্রশাসনের অবস্থা নড়বড়ে মনে করে অবৈধভাবে ‘রাজা রিসোর্ট’ দখলে নেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় ওই জায়গার মূল মালিকগণ সম্পতি রক্ষা ও জীবনের নিরাপত্তা নিয়ে যেখানে প্রশাসনের কাছে সহযোগিতা চাইছে সেখানে দখলবাজরা উল্টো মিথ্যা সংবাদ ছাপিয়েছে। আমরা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি পাঠকদের অনুরোধ করছি এই সংবাদ পড়ে যেন কেউ বিভ্রান্ত হবেননা। এছাড়া প্রশাসনের কাছে প্রত্যাশা প্রকৃত মালিককে জায়গা যেন দখলমুক্ত করে মূল মালিকের কাছেই যায় এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত থাকে।
প্রতিবাদকারীঃ
আব্দুল করিম, রেজাউল কমির অভি, আমানি আলম রাজা, ওয়াহিদ মোর্শেদ চাহিদ ও এনামুল হক।
//
আপনার মতামত লিখুন :