কক্সবাজার রিপোর্ট :
চার দিন নিখোঁজ থাকার পর বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ার পশ্চিম থেকে নিঁখোজ কুতুবদিয়ার ১৯ জেলের সন্ধান পাওয়া গেছে। রোববার (১০ নভেম্বর) সকালে এই জেলেরা মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ জেলেরা পরিবারের সাথে যোগাযোগ করেছে। তাদের সবাই সুস্থ আছেন এবং কুতুবদিয়া উপকূলের কাছাকাছি চলে আসছেন।
জেলেদের পরিবারের সদস্যরা জানান, তারা মোবাইলে খবর পেয়ে স্বস্তি পেয়েছেন। নিখোঁজ জেলেরা জানিয়েছেন, সাগরে মাছ ধরার সময় জলদস্যুদের আক্রমণে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়, যার ফলে তারা সাগরে ভাসতে থাকেন। নেটওয়ার্কের বাইরে থাকার কারণে এতদিন কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
পরিবারের ধারণা, তারা উপকূল থেকে প্রায় ২৫-৩০ কিলোমিটার দূরে অবস্থান করছেন।
এর আগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে মাছ ধরার সময় বাঁশখালীর ইসমাইল কোম্পানির মালিকানাধীন ‘এফ বি আল্লাহর দয়া’ নামের ট্রলারটি জলদস্যুদের হামলার শিকার হয়। দস্যুদের গুলিতে মোকাররম মাঝি চট্টগ্রামে নেওয়ার পথে মারা যান। এছাড়া ১৯ জেলেসহ ট্রলারটি নিখোঁজ ছিল।
//টিআর
আপনার মতামত লিখুন :