তিনদিন কক্সবাজারের যেসব জায়গায় বিদ্যুৎ থাকবে না


Coxsbazarreport.com প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৫, ৩:০৯ অপরাহ্ন /
তিনদিন কক্সবাজারের যেসব জায়গায় বিদ্যুৎ থাকবে না

কক্সবাজার রিপোর্ট :

আগামী তিনদিন কক্সবাজারের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বন্ধ থাকবে বিদ্যুৎ।

কক্সবাজার বিদ্যুৎ অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলমান শীত মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কক্সবাজার বিদ্যুৎ অফিসের আওতাধীন ১১ কেভি ফিডার মেরামত ও রক্ষণাবেক্ষণ, ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা প্রশাখা কাটার জন্য আগামী শনিবার (৮ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার (১১জানুয়ারি) পৌর শহরের বিভিন্ন স্থানে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে শিডিউল মোতাবেক ১১ কেভি লাইনের সংশ্লিষ্ট এলাকা সকাল ৭টা থেকে ৩ টা পর্যন্ত টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যে সমস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:

বুধবার( ৮ জানুয়ারি) সকাল৭ টা থেকে বিকাল-৩টা পর্যন্ত শহরে বৌদ্ধমন্দির রোড, গোলদিঘীর পাড়, বায়তুশ শরফ রোড, বৈল্লাপাড়া, ঘোনার পাড়া, বৈদ্যঘোনা, মধ্যম ঘোনার পাড়া, মোহাজের পাড়া, হাসপাতাল সড়ক, আইবিপি মাঠ, হাজীপাড়া, দক্ষিণ ডিক্কুল, দক্ষিণ রুমালিয়ার ছড়া, হাসেমিয়া মাদ্রাসা, গরু হালদা রোড, সিটি কলেজ, আলির জাহালের রাস্তার দক্ষিণ পার্শ, সাহিত্যিকা পল্লী, কালুর দোকান, উত্তরণ, বাসর্টামিনাল, পুলিশ লাইন সংলগ্ন এলাকা, সিএনজি ফিলিং ষ্টেশন ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার ( ৯জানুয়ারি) সকাল৭ টা থেকে বিকাল-৩টা পর্যন্ত শহরে হাজীপাড়া, দক্ষিণ ডিক্কুল, পাওয়ার হাউজ থেকে মেরিন সিটি পর্যন্ত, বিসিক এরিয়া, র‍্যাব ১৫ অফিস, গণস্বাস্থ্য অফিস, সাদর পাড়া, মুহুরী পাড়া, জানার ঘোনা, ক্যাইম্মার ঘোনা, নাফকুঞ্জ পাড়া ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল৭ টা থেকে বিকাল-৩টা পর্যন্ত শহরের হাজীপাড়া, দক্ষিণ ডিক্কুল, পাওয়ার হাউজ থেকে মেরিন সিটি পর্যন্ত, বিসিক এরিয়া, র‍্যাব ১৫ অফিস, গণস্বাস্থ্য অফিস, সাদর পাড়া, মুহুরী পাড়া, জানার ঘোনা, ক্যাইম্মার ঘোনা, নাফকুঞ্জ পাড়া, ও তৎসংলগ্ন এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ভোক্তাদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজার আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে।

//টিআর